উত্তরায় বিমান বিধ্বস্ত

আহতদের সুচিকিৎসা নিশ্চিতে বিমানবাহিনী প্রধানের সহায়তার আশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

ওই ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসাব্যবস্থা ও তাঁদের শারীরিক অবস্থা দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে বিমানবাহিনীর প্রধান এ আশ্বাস দেন।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের তথ্য এবং জরুরি সহায়তা–সংক্রান্ত যোগাযোগ নম্বর ও জরুরি সেল নম্বর (২৪ ঘণ্টা) ০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপসহ সক্রিয়), কন্ট্রোল সেন্টার: ০১৭৬৯৯৯৩৮৮৮ ও ০২-৫৫০৬৩৫৭০।