পুলিশের উপপরিদর্শক মেহেদী হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
পুলিশের উপপরিদর্শক মেহেদী হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

আসামি ধরতে গিয়ে দগ্ধ বরিশালের সেই পুলিশ কর্মকর্তা মারা গেছেন

বরিশালে আসামি গ্রেপ্তার করতে গিয়ে দগ্ধ পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারা গেছেন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, মেহেদীর শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি বরিশাল বিমানবন্দর থানা এলাকায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টাকালে ইটভাটায় দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন মেহেদী হাসান। তাৎক্ষণিকভাবে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পরদিন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মেহেদী হাসানের বাড়ি বরগুনা জেলায়। তিনি বরিশাল বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে বরিশাল মহানগর পুলিশ। এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানিয়েছেন, মৃতদেহটি বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে।