রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি

রূপপুরে পরিকল্পিত বাষ্প নির্গমন পরীক্ষায় ঝুঁকি ও বিপদের আশঙ্কা নেই

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষা পরিচালিত হচ্ছে। এ–সংক্রান্ত একটি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, পরীক্ষার সময় শব্দ এবং বাষ্প নির্গমন সম্পূর্ণ স্বাভাবিক, পূর্বনির্ধারিত ও নিরাপদ। জনসাধারণের জন্য এতে কোনো ঝুঁকি বা বিপদের আশঙ্কা নেই।

গত শনিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে নিয়োজিত রাশিয়ার সাধারণ ঠিকাদার সূত্রে এ পরীক্ষার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার থেকে প্রকল্প এলাকার মেইন স্টিম পাইপলাইনের কার্যকারিতা যাচাই ও নিরাপদ পরিচালনার জন্য একটি পরিকল্পিত বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হবে। এটি একটি নিয়মিত কারিগরি প্রক্রিয়া, যা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষার অংশ হিসেবে উচ্চ চাপের বাষ্প নির্দিষ্ট পাইপলাইনের মাধ্যমে নির্গত হয়ে বায়ুমণ্ডলে ছাড়া হবে, যা প্রায় পাঁচ থেকে ছয় দিন ধরে চলবে। পরীক্ষাকালীন মাঝেমধ্যে কিছুক্ষণের জন্য হঠাৎ করে একটি শব্দ (যা জেট ইঞ্জিনের আওয়াজের মতো শোনা যেতে পারে) সৃষ্টি হতে পারে। স্থানীয় জনগণকে এ বিষয়ে বিভ্রান্ত বা উৎকণ্ঠিত না হওয়ার জন্য অনুরোধ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প।