লাশ
লাশ

মহাখালী রেললাইনের পাশে পড়ে ছিল শিশুটির ক্ষতবিক্ষত লাশ

রাজধানীর মহাখালীর চেয়ারম্যানবাড়ী এলাকায় রেললাইনের পাশ থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ মহাখালী চেয়ারম্যানবাড়ী রেললাইনসংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ২৫৮ এল পিলারের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার পরনে ছিল নীল রঙের থ্রি–কোয়ার্টার প্যান্ট। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ ধারণা করছে, চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ছেলেশিশুটির মৃত্যু হতে পারে। তার বয়স ৭ থেকে ৮ বছর।