
রাজধানীর পান্থপথে এনভয় টেক্সটাইলস লিমিটেডের করপোরেট অফিসে গতকাল রোববার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি এডিবি থেকে কোম্পানির সম্প্রসারণ ও টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অনুমোদিত ৩০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন প্যাকেজের পরিপ্রেক্ষিতে এ সভা অনুষ্ঠিত হয়।
এডিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। এ সময় উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট অফিসার মো. মেহেদী হাসান এবং ফাইন্যান্স, প্রাইভেট সেক্টর ও পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স গ্রুপের অফিসার ফারজানা রহমান, এনভয় টেক্সটাইলসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
সভায় এডিবি ও এনভয় টেক্সটাইলসের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘এটি বাংলাদেশের টেকসই শিল্পোন্নয়নে আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। এই অর্থায়ন আমাদের সম্প্রসারণের পরবর্তী ধাপকে ত্বরান্বিত করবে, যেখানে উদ্ভাবন ও পরিবেশবান্ধব উৎপাদনপ্রক্রিয়ার মাধ্যমে শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করা হবে।’