প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১২ অক্টোবর ইতালির রাজধানী রোমে পৌঁছান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১২ অক্টোবর  ইতালির রাজধানী রোমে পৌঁছান

ইউনূসের রোম সফর নিয়ে ফ্যাক্ট চেক

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালি যান মুহাম্মদ ইউনূস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা নানা খবরের সত্যতা যাচাই করা হয়। জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের খবরটি সঠিক নয়। পূর্বের সফরে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিজে অভ্যর্থনা জানিয়েছিলেন, যা ভিন্ন ছিল ইউনূসের সফরের প্রটোকল থেকে। রোমের মেয়রের সঙ্গে সাক্ষাৎ এবং তাঁর দেওয়া বক্তব্য নিয়েও বিভ্রান্তি ছড়ানো হয়। এছাড়া, পুরাতন ভিডিও ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।