হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়নি

বিমান
প্রতীকী ছবি

হজযাত্রীদের বিমানভাড়া কমানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার বিমানভাড়া কমানোর জন্য এই মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চলতি বছর হজযাত্রীদের জন্য বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এই ভাড়াসহ এবার সরকারিভাবে হজে যেতে মোট ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারিভাবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এমন অবস্থায় বিমানভাড়া কমানোর জন্য বিভিন্ন মহল থেকে দাবি তোলা হচ্ছে।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, বিমানভাড়া অতিরিক্ত হওয়ায় এ বছর হজযাত্রী নিবন্ধনও সম্পন্ন করা যাচ্ছে না। এ ব্যাপারে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রথম আলোকে বলেন, ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া চিঠি তিনি এখনো দেখেননি।