জনসংখ্যা বাড়ছে, বাড়ছে উদ্বেগ

ইউনিসেফ ও বিবিএসের জরিপে দেখা যায়, বাংলাদেশে প্রজনন হার বাড়ছে, যা উদ্বেগজনক। অন্যদিকে, ইকোসকের মতে, ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে ৩ কোটি ৬৬ লাখ মানুষ বাস করে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা এবং মাঠপর্যায়ে কর্মী ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর অভাব পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে উন্নয়ন পরিকল্পনা হুমকিতে পড়বে।