
গণপরিসরে নারীর নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি করতে ঢাকা থেকে যশোরের উদ্দেশে যাত্রা করেছেন দেশের ৫০ নারী বাইকচালক (মোটরসাইকেল)। এই রোড শোর মাধ্যমে পথে পথে তাঁরা নারীর নিরাপত্তার গুরুত্বের কথা তুলে ধরবেন। প্রদর্শিত হবে পথনাটক। প্রথম ধাপে যাত্রা শুরু হয়েছে ঢাকা থেকে যশোর পর্যন্ত।
চার ধাপে এই নারীরা দেশজুড়ে মোটরসাইকেল চালিয়ে ভ্রমণ করবেন। এই কর্মসূচির প্রথম রুট ঢাকা থেকে যশোর পর্যন্ত। তাঁদের রুটটি এমনভাবে করা হয়েছে, যা একটি ক্রস আকৃতির মতো হবে। মূলত নারীর প্রতি সহিংসতাকে না বলার বিষয়টি তুলে ধরতেই এই প্রতীকী ক্রস চিহ্ন তৈরি করবেন তাঁরা।
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে যশোরের উদ্দেশে রওনা হন এই ৫০ জন নারী মোটরসাইকেলচালক। ১৬ সেপ্টেম্বর তাঁরা ফিরে আসবেন ঢাকায়। এর মধ্য দিয়ে একটি ক্রসের এক-চতুর্থাংশ সম্পন্ন হবে।
নারী বাইকাররা দ্বিতীয় পর্বে শ্রীমঙ্গলে, তৃতীয় পর্বে চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং চতুর্থ পর্বে যাবেন রাজশাহীতে। এই কর্মসূচির মাধ্যমে অন্তত ৭৫ লাখ মানুষের কাছে গণপরিসরে নারীর নিরাপত্তার গুরুত্বের বার্তা পৌঁছে দেবেন তাঁরা।
‘পাবলিক প্লেসে নারীর নিরাপত্তা’বিষয়ক সচেতনতামূলক এই প্রচার কর্মসূচিতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সঙ্গে আছে ভ্রমণ কন্যা: ট্রাভেলেটস অব বাংলাদেশ, দ্য এশিয়ান ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন ও এসবিকে ফাউন্ডেশন।