Thank you for trying Sticky AMP!!

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন ১৬ এপ্রিল থেকে

সৌদি আরব সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক তথা আঙুলের ছাপপদ্ধতি চালু করতে যাচ্ছে

পবিত্র হজে অংশ নেওয়ার জন্য নিবন্ধিত হজযাত্রীদের আঙুলের ছাপ বা বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী রোববার (১৬ এপ্রিল) শুরু হবে। সারা দেশে একযোগে চলবে এ কার্যক্রম। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বছরের নিবন্ধিত হজযাত্রীদের ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে হবে।

এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সব জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স, ঢাকার ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকার আশকোনার হজ অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। হজযাত্রীরা যেখানে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করবেন, সেখানে তাঁদের পাসপোর্ট জমা দেবেন এবং রসিদ নেবেন।

Also Read: পাসপোর্টে জন্মতারিখ কত হলে হজ ভিসা ইস্যু হবে

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নিজ নিজ এজেন্সির মাধ্যমে এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক ভিসা আবেদনের পর পাসপোর্ট এজেন্সির কাছে জমা দিয়ে রসিদ নেবেন।

Also Read: হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি, ভিসা হবে বায়োমেট্রিকে