আন্দোলনের ডিজিটাল মহাফেজখানা

ওয়েবসাইটে আছে জুলাই গণ–অভ্যুত্থানের নানা তথ্য
ওয়েবসাইটে আছে জুলাই গণ–অভ্যুত্থানের নানা তথ্য

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ প্রথম আলো শুরু থেকেই নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছে। রেখেছে মৃত্যুর হিসাব, করেছে মানবিক ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন। গণ-অভ্যুত্থান নিয়ে বিদ্রোহ-বেদনা ও বীরত্বের কথা উঠে এসেছে সেসব প্রতিবেদনে। দমন-পীড়নের সাহসী ছবি প্রকাশিত হয়েছে অনলাইন ও পত্রিকায়।

পাঠক ও গবেষকদের জন্য প্রথম আলো প্রকাশিত সেসব প্রতিবেদন, সাক্ষাৎকার, মতামত, ছবি, ভিডিও জড়ো করেছে একটি ডিজিটাল মঞ্চে। যেখানে আছে অভ্যুত্থানের সময়ের খুঁটিনাটি তথ্য ও বিশ্লেষণ। প্রথম আলোর বিশেষ এই আর্কাইভের নাম ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ (july36.prothomalo.com)।

সাইটটিতে মোট ১৪টি সেকশন ও সাব-সেকশন আছে। শুরুতেই আছে ৩৬ দিনের আন্দোলনের দিনপঞ্জি—কবে, কোথায় উল্লেখযোগ্য কী কী ঘটনা ঘটেছে ছবিসহ তার সংক্ষিপ্ত বিবরণ। সেসব দিনে উল্লেখযোগ্য কী কী ঘটনা ঘটেছিল এবং সেসব নিয়ে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন ও ছবিও দেখা যাবে ওই সেকশনে। সেখানে পাঠক চোখ বুলিয়ে জেনে নিতে পারেন জুলাই জাগরণে হতাহতের তথ্য-উপাত্ত।

রয়েছে মৃত্যুঞ্জয়ীদের বাছাই করা ২৪টি গল্প। আবু সাঈদ থেকে শুরু করে মুগ্ধ, ফারহানদের কথা আছে সেখানে। আছে দেশের বিজ্ঞজন ও প্রাগ্রসর চিন্তার মানুষদের চিন্তাভাবনা ও তাঁদের মতামত। আছে নবীন-প্রবীণদের কিছু সাক্ষাৎকারও। ৩৬ দিনের আন্দোলনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহের ছবিও রাখা আছে এই সাইটে। ভিডিও আছে কিছু।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রথম আলোর অনেক কাজের একটি ছিল ক্রোড়পত্র। গত বছরের ২২ আগস্ট ‘বিদ্রোহে-বিপ্লবে’ নামে প্রথম ক্রোড়পত্র প্রকাশ করে প্রথম আলো। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীতে গত নভেম্বরে একে একে আরও চারটি ক্রোড়পত্র প্রকাশ করা হয়। সব কটি ক্রোড়পত্র আছে এই আর্কাইভ সাইটে। আরও আছে গণ-অভ্যুত্থান নিয়ে প্রথম আলোর তৈরি করা তিনটি তথ্যচিত্র।

জুলাইয়ের গণজাগরণ নিয়ে পাঠকের তোলা ছবি ও ভিডিও নিয়ে ‘ক্যামেরায় বিদ্রোহ’ নামে প্রতিযোগিতার আয়োজন করেছিল প্রথম আলো। সেখান থেকে বাছাই করে ২০ জনকে পুরস্কৃত করা হয়। সেই ছবিগুলো রাখা আছে এই সাইটে। জুলাইয়ে ছাত্র–জনতার জাগরণ নিয়ে প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন থেকে প্রকাশ করা হয় ছয়টি বই। এসবই পাওয়া যাবে আর্কাইভ সাইটটিতে।

‘জুলাই–জাগরণ’ নামে প্রথম আলো গত জানুয়ারিতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল। সেখানে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে প্রথম আলোর প্রতিবেদন, ছবি ও ক্রোড়পত্রের পাশাপাশি শহীদদের নানা স্মৃতি স্মারক ঠাঁই পায়। সাইটটির শেষ ভাগে আছে সেই প্রদর্শনীর ৩৬০ ডিগ্রি ভার্চ্যুয়াল উপস্থাপনা।

এর সবকিছুই সবাই দেখতে পারবেন মুঠোফোনে, ট্যাবে বা কম্পিউটারের সামনে বসে।