ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি ও আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান এ কে এম আফতাব উল ইসলামের ৯৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আফতাব বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুদক লিখিতভাবে আদালতের কাছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক আফতাবের ৯৪টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তুলে ধরে। চলতি বছরের মে মাস পর্যন্ত তাঁর ৯৪টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৩ কোটি ৬৮ লাখ টাকা।
দুদক আদালতের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে যে আফতাব অপরাধলব্ধ অর্থ ব্যাংক থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করার চেষ্টা করছেন। এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ না করা গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না বলে আদালতকে জানায় দুদক।
শুনানি নিয়ে আদালত আফতাবের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
২০১৭ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হন আফতাব। তিনি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) সাবেক সভাপতি।