Thank you for trying Sticky AMP!!

সব নৌযান চলাচল বন্ধ, তবে সতর্কতা মেনে চলবে ফেরি

টেকনাফের মেরিন ড্রাইভের হাজামপাড়া এলাকায় রাস্তার পাশে রাখা হয়েছে নৌকা

ঘূর্ণিঝড় মোখার কারণে সারা দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের  নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে সতর্কসংকেত মেনে বিভিন্ন নৌপথে ফেরি চলছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে। তবে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কসংকেত মেনে বিভিন্ন নৌপথে ফেরি চলাচল অব্যাহত আছে।

Also Read: মোখা ঝরাবে প্রবল বৃষ্টি, ৫ জেলায় ভূমিধসের আশঙ্কা

ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর ও  কক্সবাজারে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে। আর পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। এ সতর্কতা আজ শনিবার দুপুরেও বহাল।

Also Read: মোখার গতি বেড়ে ১৭০ কিলোমিটার, দূরত্ব কমছে উপকূলের সঙ্গে

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝরাবে। দেশের তিন বিভাগ—চট্টগ্রাম, সিলেট ও বরিশালে এই বৃষ্টি হবে। আর বৃষ্টির কারণে দেশের পাঁচ জেলার পাহাড়ি অঞ্চলে ভূমিধস হতে পারে। আজ সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এটি ছিল ১৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি।

Also Read: মহাবিপৎসংকেত কেন ৮ থেকে ১০ নম্বর হয়