
‘ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডিইএন)’–এর অধীনে ড্যাফোডিল পলিটেকনিকগুলোর সঙ্গে ‘দ্য ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ (ডিইএ–বিডি)’–এর একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
আজ মঙ্গলবার ডিইএ–বিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক এবং ডিইএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা স্মারকের মাধ্যমে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের অধীনে পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে দ্য ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামের সঙ্গে যুক্ত হলেন।
বিশ্বব্যাপী ১৩০টির বেশি দেশে ১৪ থেকে ২৪ বছর বয়সী তরুণদের অপ্রাতিষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম, এই অ্যাওয়ার্ড প্রয়োজনীয় জীবন দক্ষতা বিকাশ, তাদের লুকানো প্রতিভা আবিষ্কার, স্বেচ্ছাসেবী সেবা, শারীরিক বিনোদন, দক্ষতা বৃদ্ধি এবং দুঃসাহসিক ভ্রমণের মাধ্যমে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার সুযোগ দেয়।