বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তনে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ঢাকা, ১৪ মে
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তনে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ঢাকা, ১৪ মে

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে সাড়ে ৯ হাজার শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়েছে।

আজ বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তনে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এমন একটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন, যার ভিত্তি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ওপর রয়েছে। দেশের অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য কেবল উচ্চশিক্ষা প্রদান নয়, বরং একটি দায়িত্বশীল, চিন্তাশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলা।’

সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক আইনুন নিশাত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই সমাবর্তন শুধু একটি সনদ গ্রহণের মুহূর্ত নয়, বরং এটি একটি দিকনির্দেশনা।

বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক গোলাম রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের অর্জিত ডিগ্রি শুধু একটি সনদ নয়, এটি একটি দায়িত্ব। আপনারা এখন এমন একটি সমাজের অংশ, যেখানে আপনাদের জ্ঞান, মূল্যবোধ ও নেতৃত্ব খুব প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই উল্লেখ করে উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়, বৈশ্বিক প্রযুক্তি সংস্থা, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থায় আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা সফলতার সঙ্গে কাজ করছেন।’

সমাবর্তনে আরও বক্তব্য দেন সহ-উপাচার্য মোহাম্মেদ মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক শারমিন রেজা চৌধুরী।

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজ, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ইনচার্জ) অধ্যাপক মো. শাফিউল আলম, বিভিন্ন বিভাগের প্রধান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আমন্ত্রিত অতিথিরা সমাবর্তনে উপস্থিত ছিলেন।