মিনিস্টার–মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে
মিনিস্টার–মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দেশের অন্যতম ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার–মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে গত রোববার।

এ উপলক্ষে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিনিস্টার–মাইওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক মো. ইসহাক জোয়াদ্দারসহ কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়া মিনিস্টার–মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শোরুম, ডিস্ট্রিবিউশন চ্যানেলসহ দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু বলেন, ‘দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় মিনিস্টার–মাইওয়ান গ্রুপ আজকের অবস্থানে পৌঁছেছে। দেশের মানুষের এই আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে আমরা এগিয়ে যেতে চাই।’ তিনি মিনিস্টার–মাইওয়ান গ্রুপের দীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সব কর্মকর্তা–কর্মচারী, ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।

রাজধানীর গুলশানে মিনিস্টার–মাইওয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা

উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, ‘মিনিস্টার–মাইওয়ান গ্রুপ এরই মধ্যে দেশের ইলেকট্রনিকসের শিল্পে এক নির্ভরতার প্রতীক হিসেবে স্থান দখল করে নিয়েছে। এবার সেই সফলতা ছড়িয়ে দিতে চাই সীমানার বাইরে অর্থাৎ বিশ্বমঞ্চে।’

২০০২ সালে যাত্রা শুরু করে মিনিস্টার–মাইওয়ান গ্রুপ বর্তমানে ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।