জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর

হাসিনার শাসন ও পতন নিয়ে প্রথমার ৬ বই

গণ-অভ্যুত্থানের অব্যবহিত পরেই, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ৬টি বই প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। বইগুলো হলো: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামানের লেখা ছাত্র-জনতার অভ্যুত্থান: নতুন পথে বাংলাদেশ (ডিসেম্বর ২০২৪), অধ্যাপক আলী রীয়াজের আমিই রাষ্ট্র: বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র (জানুয়ারি ২০২৫), সাংবাদিক সাজ্জাদ শরিফ সম্পাদিত জুলাই: গণ-অভ্যুত্থানের সাক্ষ্য (জানুয়ারি ২০২৫), অধ্যাপক আসিফ নজরুলের শেখ হাসিনার পতনকাল, গবেষক ও লেখক আলতাফ পারভেজের লেখা লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা (ফেব্রুয়ারি ২০২৫) এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক, অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লেখা জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু।

প্রথম বই ছাত্র-জনতার অভ্যুত্থান: নতুন পথে বাংলাদেশ লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান। তিনি চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানকে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে এক নতুন বাস্তবতা হিসেবে আখ্যায়িত করেছেন।

এ বছরের জানুয়ারিতে প্রকাশিত হয়েছে অধ্যাপক আলী রীয়াজের আমিই রাষ্ট্র: বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র (জানুয়ারি ২০২৫)। এ বইতে লেখক পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরশাসকদের উত্থান কীভাবে হয়, স্বৈরতন্ত্র কীভাবে ব্যক্তিতান্ত্রিক হয়ে ওঠে, বিভিন্ন দেশের দৃষ্টান্তসহ তা তুলে ধরেছেন। বাংলাদেশে কীভাবে স্বৈরতন্ত্রের উত্থান ঘটে এবং শেখ হাসিনার আমলে স্বৈরতন্ত্র কীভাবে এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছিল, তার বিশদ বর্ণনা ও ব্যাখ্যা–বিশ্লেষণ করেছেন।

জানুয়ারিতেই প্রকাশিত হয়েছে সাজ্জাদ শরিফের সম্পাদনায় জুলাই: গণ-অভ্যুত্থানের সাক্ষ্য নামের বইটি একটি মূল্যবান প্রামাণ্য দলিল। এই বইয়ের লেখাগুলো তৈরি হয়েছে প্রধানত গণ-অভ্যুত্থানের সংগঠক ও নানাভাবে নানা স্তরে অংশগ্রহণকারীদের হাতে। অধ্যাপক আসিফ নজরুল, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা, সারোয়ার তুষার—দীর্ঘ লেখক-তালিকার কয়েকটি নাম দেখে বোঝা যায় যে বইটি গণ-অভ্যুত্থানের প্রত্যক্ষ অভিজ্ঞতার ফসল।

অধ্যাপক আসিফ নজরুল দীর্ঘ সময় ধরে প্রথম আলোয় নিয়মিতভাবে উপসম্পাদকীয় লিখেছেন। শেখ হাসিনার দেড় দশকের পুরোটা সময়ে যখন মতপ্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে খর্বিত ছিল, সে সময় অত্যন্ত সাহসিকতার সঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন। তাঁর লেখাগুলো মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার দুঃশাসনের নানা চিত্র ফুটে উঠেছে। প্রথম আলোয় ২০২০–২৪ সাল পর্যন্ত প্রকাশিত তাঁর নিবন্ধগুলো থেকে বাছাই করে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনার পতনকাল নামের বইটি। এ বইয়ের শেষ লেখাটিতে তিনি বর্ণনা করেছেন জুলাই গণ–অভ্যুত্থানে তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণের অভিজ্ঞতা।

গবেষক আলতাফ পারভেজ জুলাই গণ-অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত এর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন। তিনি একজন পরিশ্রমী গবেষক; দেশের প্রায় সব প্রধান সংবাদপত্র ঘেঁটে, অভ্যুত্থানের সংগঠক ও অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপ করে এবং নিজের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তিনি লিখেছেন লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে সুপরিচিত। জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু নামে তাঁর লেখা যে বইটি প্রথমা এ বছরের মার্চ মাসে প্রকাশ করেছে, সেটি চব্বিশের সফল গণ-অভ্যুত্থানের আদ্যোপান্ত নিয়ে একজন সম্মুখযোদ্ধার অকপট, আন্তরিক টেস্টামেন্ট বা জবানবন্দি, যা শুভবাদী রাজনীতিসচেতন যেকোনো তরুণমনকে আবেগাপ্লুত করবে।