
নোয়াখালীতে বকেয়া বেতন-ভাতার দাবিতে গ্লোব সফট ড্রিংকস ও গ্লোব ডেইরি মিল্ক অ্যান্ড বিস্কুট কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারখানার সামনের চৌমুহনী-মাইজদী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ প্রতিষ্ঠানের পরিচালকদের অন্যতম সাবেক সংসদ সদস্য (এমপি) মামুনুর রশিদ কিরণ।
শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কের দুই পাশে যানবাহন আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে পুলিশ, সেনাবাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গিয়ে পাওনা আদায়ের বিষয়ে আশ্বস্ত করলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যস্থতায় অনুষ্ঠিত এক বৈঠকে আগামী দুই মাসের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে জানায় মালিকপক্ষ।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, কয়েক বছর ধরে তাঁদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে না। কয়েক মাস পরপর বেতন বকেয়া রাখা হয়। এভাবে কর্মচারীদের অনেকের ১০-১১ মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকদের কেউ চাকরি ছেড়ে গেলেও তাঁর পাওনা পরিশোধ করা হচ্ছে না। এ অবস্থায় বাধ্য হয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন।
বকেয়ার বিষয়ে জানতে কারখানার পরিচালক ও সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে এই আওয়ামী লীগ নেতা আত্মগোপনে রয়েছেন। একই বিষয়ে জানতে প্রতিষ্ঠানের আরেক পরিচালক সিরাজুল ইসলামকে ফোন করা হলে তিনি শ্রমিকদের বেতন বকেয়া থাকার বিষয় স্বীকার করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্লোব কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে তিনি, সেনবাহিনীর একটি দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গিয়ে প্রথমে শ্রমিকদের সঙ্গে ও পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কারখানা কর্তৃপক্ষ দুই মাসের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে। পরে শ্রমিকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেছেন।