‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৫’ গ্রহণ করছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোছাব্বের হোসেন। শনিবার, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে
‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৫’ গ্রহণ করছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোছাব্বের হোসেন। শনিবার, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে

১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা

এ বছর ৯ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৫’ দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এ বছর প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোছাব্বের হোসেন। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা।

স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী সায়েদুর রহমান।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রেলসচিব ফাহিমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের উচ্চপর্যায়ের কর্মকর্তা রাজেশ নারওয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি।

বক্তারা বলেন, ধূমপান ও তামাকের ভয়াল নেশা প্রাণঘাতী। এ নেশা থেকে শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন হতে হবে। তামাকের করাল গ্রাস থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিয়ে একটি কর্মক্ষম ও সুস্থ সমাজ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। তাই তামাক কোম্পানির সব কূটকৌশল প্রতিহত করার আবশ্যকতা দেখা দিয়েছে, যেন শিশু-কিশোররা তামাকে আসক্ত না হতে পারে।

সম্মাননা পেলেন যাঁরা

বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে অবদান রাখায় এ বছর উপজেলা টাস্কফোর্স হিসেবে সম্মাননা পেয়েছে নরসিংদী জেলার শিবপুর উপজেলা টাস্কফোর্স কমিটি। জেলা টাস্কফোর্স হিসেবে সম্মাননা পেয়েছে রাজবাড়ী জেলা টাস্কফোর্স কমিটি।

শ্রেষ্ঠ ‘মোবাইল কোর্ট পরিচালনাকারী’ কর্মকর্তা হিসেবে এ বছর সম্মাননা পেয়েছেন পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় ‘কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা’ ক্যাটাগরিতে নোয়াখালী জেলার সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম সম্মাননা পেয়েছেন।

স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেয়েছেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার ৭ নং সফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক।

প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোছাব্বের হোসেন এবং ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা। মোছাব্বের হোসেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র সদস্য, পাশাপাশি প্রজ্ঞা এবং আত্মা’র তামাক নিয়ন্ত্রণ বিভিন্ন কর্মশালায় অংশগ্রহন করেছেন। তিনি ২০২২ সালে প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার পেয়েছিলেন।

সরকারি সংস্থা হিসেবে এ বছর সম্মাননা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এবং ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়। আর বেসরকারি সংস্থা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।