
মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন মাস বাড়িয়ে আগামী ২৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
র্যাবের সাবেক এই দুই কর্মকর্তা হলেন রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। তাঁদের মধ্যে মহিউদ্দিন ফারুকী র্যাব–২ ও আলেপ উদ্দিন র্যাব–১১–তে আগে দায়িত্ব পালন করেছিলেন। তাঁদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-খুনের অভিযোগ রয়েছে।
বুধবার র্যাবের সাবেক এই দুই কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। পরে শুনানিতে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) সময় বৃদ্ধির আবেদন করলে তা মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।