দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো
দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো

ঈদযাত্রায় ট্রেনের টিকিট নিয়ে হয়রানি ও কালোবাজারি: ৮ স্টেশনে দুদকের অভিযান

ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারির অভিযোগে দেশের আটটি বড় রেলস্টেশনে অভিযান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকাল সাড়ে ১১টা থেকে এই অভিযান পরিচালিত হবে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) বিভাগ আকতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযান চালাবে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

দুদকের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনের পাশাপাশি রংপুর, চট্টগ্রাম, দিনাজপুরের পার্বতীপুর, জামালপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী রেলস্টেশনে এই অভিযান পরিচালিত হবে।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু করা হচ্ছে। যাত্রীসেবা, টিকিট বিক্রি, কালোবাজারি, রেলের কর্মকর্তা-কর্মচারীদের আচরণ এবং অন্যান্য দুর্নীতির বিষয়ে অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।