বাংলাদেশে চেতনার নামে অনেক রাজনীতি হয়েছে: দিলারা চৌধুরী

এবি পার্টির আলোচনা সভায় রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী
ছবি: সংগৃহীত

রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেছেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে চেতনার নামে অনেক রাজনীতি হয়েছে। তবে ভাষার চর্চার ক্ষেত্রে বলার মতো কিছু আমরা করতে পারিনি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বাধীন গবেষণা করতে দেওয়া হয় না। অযোগ্যরা ক্ষমতাবানদের পদলেহন করে সুবিধা ভোগ করে থাকে।’ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক দিলারা চৌধুরী আরও বলেন, জ্ঞান–বিজ্ঞান চর্চার একটি বড় অংশ হচ্ছে বিদেশি বইয়ের অনুবাদ। কিন্তু এ দেশে অনুবাদ সাহিত্য খুবই দুর্বল ও অপ্রতুল। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে রেফারেন্স বই হিসেবে উল্লেখ করার মতো অনূদিত কোনো বই পাওয়া যায় না। শহীদ মিনার যে শিক্ষা দেয়, জাতি হিসেবে তা থেকে আমরা অনেক দূরে সরে গেছি বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, আজ ভাষা আন্দোলনের ইতিহাসও বিকৃত হচ্ছে। রাষ্ট্রভাষা আন্দোলনের অর্থ হচ্ছে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা প্রতিষ্ঠা হবে। কিন্তু রাষ্ট্রের ভাষা আজও বাংলা হয়নি।

এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, একুশের চেতনা থেকে দূরে সরে গিয়ে সব ক্ষেত্রে দুর্নীতি আর অব্যবস্থাপনায় ভরে গেছে। এমনকি স্কুলের পাঠ্যবইয়ে ইতিহাস ও উদ্দেশ্যমূলক বিষয়ের অবতারণা করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে সরকার।

দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, একুশের চেতনা ছিল অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার চেতনা। এ দেশে কথা বলার অধিকার নেই, সভা–সমাবেশের অধিকার নেই, দেশ নিয়ে কথা বলার অধিকার নেই।

আলোচনা সভায় বক্তব্য দেন এবি পার্টির জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, আইনজীবী তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান প্রমুখ।