সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে যেসব এইচএসসি পরীক্ষার্থী আটক হয়েছেন, তাঁদের জামিনের বিষয়ে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য এইচএসসি পরীক্ষার্থীদের আটকের বিষয়ে তথ্য দেওয়ার জন্য একটি ই-মেইল খোলা হয়েছে। এ বিষয়ে helphsc24@gmail.com ঠিকানায় মামলার নম্বর, আটক পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি এবং ঠিকানা দেওয়ার অনুরোধ করছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আজ ঢাকার সিএমএম আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন। শিগগিরই তাঁরা কারামুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আগামী রোববার আরও কয়েকজন এইচএসসি পরীক্ষাকে জামিনের বিষয়ে আইনি সহায়তা দেওয়া হবে। তাঁরা আশা করছেন, ওই দিন আরও কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীর জামিন হতে পারে।
এদিকে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃত ব্যক্তিদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। আটককৃত যেসব ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে।