ঢাকার মহানগর দায়রা জজ আদালত
ঢাকার মহানগর দায়রা জজ আদালত

সাবেক দুই সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও নুরুল ইসলাম তালুকদারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ ছাড়া ঢাকার ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তাঁর স্ত্রী ঝুমুর মজুমদার এবং ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া আজ বৃহস্পতিবার এসব আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।

পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান (ঢাকা-১৮) ও নুরুল ইসলাম তালুকদার (বগুড়া–৩), ঢাকার ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও ইউনিয়ন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল হক চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

 কানাডায় ছেলের নামে বাড়ি কেনার অভিযোগ  

ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, তাঁর স্ত্রী শামীমা হাবিব, ছেলে আবির হাসান ও মেয়ে সাদিয়া হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক। তাতে বলা হয়, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে ভূমিদস্যুতা, পরিবহন চাঁদাবাজি, পদ বাণিজ্য ও ডোনেশনের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

  দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার করে ছেলের নামে কানাডায় বাড়ি কেনাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশযাত্রা ঠেকানো প্রয়োজন। আদালত শুনানি নিয়ে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান ও তাঁর স্ত্রী, ছেলে-মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

 টিআর–কাবিখার সম্পদ আত্মসাতের অভিযোগ  

বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান। তাতে বলা হয়, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে ব্যপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি দেশত্যাগের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। আদালত শুনানি নিয়ে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

 রঞ্জিতের স্ত্রীর ব্যাংক হিসাবে সাড়ে তিন কোটি টাকা   

ঢাকার ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. খোরশেদ আলম। তাতে বলা হয়েছে, ঢাকার ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে ঘুষ নেওয়া, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করছে দুদক। দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে বলা হয়েছে, রঞ্জিত কুমার তালুকদারের অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট ক্রয় করেছেন। স্ত্রী ঝুমুর মজুমদারের নামে ব্যাংকে সাড়ে তিন কোটি টাকা জমা রয়েছে। অন্যান্য ব্যাংকেও তাঁর আরও অর্থ জমা রয়েছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে, ভারতেও রঞ্জিত কুমার তালুকদারের স্থাবর সম্পদ রয়েছে। তিনি ও তাঁর স্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। আদালত শুনানি নিয়ে রঞ্জিত কুমার ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

পাঁচ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ  

ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল হক চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান। লিখিতভাবে আদালতকে জানানো হয়েছে, মোকাম্মেল চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে এস আলম গ্রুপের পরিবারের সদস্যদের অনুকূলে বেআইনিভাবে যুক্তরাজ্যের একটি ব্যাংকে পাঁচ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। তিনি দেশ ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আদালত শুনানি নিয়ে মোকাম্মেল চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।