সাবেক শিক্ষাসচিব ও উদ্দীপনের (ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস) সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এই আদেশ দেন।
অপর যে ৯ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন উদ্দীপনের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ গোলাম আহাদ, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান, ভবতোষ নাথ, নাহিদ সুলতানা, আবু জামিল ফয়সাল, শওকাত হোসেন ও বিদ্যুৎ কুমার বসু।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, উদ্দীপনের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালনকালে পরস্পর যোগসাজশে ব্যক্তিগত লাভ ও আত্মসাতের উদ্দেশ্যে মাইক্রোক্রেডিট আইন লঙ্ঘন করে পর্যায়ক্রমে ৮ কোটি ও ৪ কোটি টাকা বিনিয়োগ দেখিয়ে তা তহবিল থেকে হস্তান্তরের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, নজরুল ইসলাম খানসহ অন্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। শুনানি নিয়ে আদালত নজরুল ইসলাম খান, মিহির কান্তি মজুমদারসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।