ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে ইউআইইউর ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এক সংক্ষিপ্ত বার্তায় এ ঘোষণা দেন।

এতে বলা হয়, ‘কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ের মধ্যে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।’

বার্তায় নিজেদের শিক্ষার্থী এবং অভিভাবকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ইউআইইউ কর্তৃপক্ষ।

অনির্দিষ্টকালের জন্য ইউআইইউ বন্ধ ঘোষণার কথা বেসরকারি বিশ্ববিদ্যালয়টির বাণিজ্য অনুষদের সদ্য সাবেক ডিন মোহাম্মদ মুসা আলাদা করে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’ তিনিসহ বিশ্ববিদ্যালয়ের সব ডিন পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গতকাল শনিবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউর উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষক পদত্যাগ করেন। শনিবার রাতে পদত্যাগের আবেদন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান বরাবর চিঠি দেন উপাচার্য। শিক্ষকদের শনিবার ভোর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা।