সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ মে, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

খালেদা জিয়া দেশে ফিরলেন, সঙ্গে দুই পুত্রবধূ

দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পেছনে পুত্রবধূ
দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পেছনে পুত্রবধূ

দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে গতকাল দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিস্তারিত পড়ুন...

ঈদুল আজহার ছুটি শুরু ৫ জুন, আগের দুই শনিবার অফিস খোলা

প্রতীকী ছবি

গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা প্রথম আলোকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত পড়ুন...

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৮

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদে হামলার পর বিলাল মসজিদের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান। ৭ মে ২০২৫

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি।
বিস্তারিত পড়ুন...

সংবাদমাধ্যম কি এমনি এমনি ভয় পাচ্ছে

সাংবাদিকতা বিষয়নির্ভর পেশা, তবে সাংবাদিকেরা কোন বিষয়ে প্রশ্ন করবেন, এটা তাঁদের পছন্দ ও স্বাধীনতার বিষয়। আদর্শগতভাবে চাওয়া হয়, সাংবাদিকেরা মূল বিষয়ে নিবিষ্ট থাকবেন। যথাযথ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবেদন করবেন। কিন্তু দর্শক-শ্রোতারা দেখেছেন, সংবাদ সম্মেলনে উত্তরদাতা খুশি হন—এমন প্রশ্ন করা হয়। প্রায়ই বিষয়ের বাইরে যাওয়া হয়। শেখ হাসিনার সংবাদ সম্মেলনে এ ধরনের অনেক নজির তৈরি হয়েছে। বিস্তারিত পড়ুন...

হিরো আলমের নামে মামলা, নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগ

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম

বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা হয়েছে। গত রোববার এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। বিস্তারিত পড়ুন...