
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ছিবগাতউল্ল্যাহ আজ সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ভারপ্রাপ্ত সিআইডি–প্রধানের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা গাজী জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।
গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. ছিবগাতউল্ল্যাহকে সিআইডির প্রধান (চলতি দায়িত্ব) হিসেবে বদলির কথা জানানো হয়।