ঢাবিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে পুনরাবৃত্তি, বৈষম্য হবে না বলে আশ্বাস কর্তৃপক্ষের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে চারটি প্রশ্নের পুনরাবৃত্তি ঘটেছে
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার দুটি সেটে চারটি প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে। তবে সব প্রশ্নপত্রে এই পুনরাবৃত্তি হয়নি। ধারণা করা হচ্ছে, ১ শতাংশের মতো প্রশ্নপত্রে এ সমস্যা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগে সি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষা শেষে প্রশ্নপত্রে পুনরাবৃত্তি নিয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তবে যাঁরা পুনরাবৃত্তিওয়ালা প্রশ্নপত্র পেয়েছেন, তাঁদের সঙ্গে বৈষম্য করা হবে না বলে আশ্বস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রশ্নের পুনরাবৃত্তি নিয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী মাহমুদ ওসমান ইমাম বলেন, ৫০ থেকে ৬০টি প্রশ্নপত্রে এ সেটের প্রশ্ন বি সেটে চলে গেছে এবং বি সেটের প্রশ্ন এ সেটে চলে এসেছে। ১ শতাংশের মতো শিক্ষার্থী হবেন। তবে যাঁরা ভালো এবং পুনরাবৃত্তিওয়ালা প্রশ্নপত্র পেয়েছেন, তাঁদের মধ্যে কোনো বৈষম্য হবে না।

প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, প্রশ্নপত্রের এ সেটে অ্যাকাউন্টিং অংশে ২৫ নম্বরে প্রশ্ন ছিল—তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?। ৩৩ নম্বরে একই প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে।

এই সেটের ২৬ নম্বরে প্রশ্ন ছিল—মাহরিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসার দুজন অংশীদার। তাঁদের মুনাফা বণ্টনের অনুপাত ৫: ২। তাঁরা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করেন। তাঁদের মুনাফার নতুন অনুপাত কত? একই প্রশ্ন ৩৪ নম্বরেও পুনরাবৃত্তি হয়েছে।

একই সেটের ২৭ নম্বর প্রশ্ন ছিল—কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় খরচ? এই প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে ৩৫ নম্বরে। ২৮ নম্বরের প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে ৩৬ নম্বরে। প্রশ্নটি ছিল—নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬,০০০ টাকা হলে ক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত?

একই সমস্যা বি সেটের প্রশ্নেও হয়েছে। এই সেটের মধ্যেও একই প্রশ্নগুলোর পুনরাবৃত্তি হয়েছে। ২৯ নম্বরের পুনরাবৃত্তি হয়েছে ৩৩ নম্বরে, ৩০ নম্বরের প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে ৩৪ নম্বরে। ২৮ নম্বরের প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে ৩২ নম্বরে এবং ৩১ নম্বর প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে ৩৫ নম্বরে।

এবার সি ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে মোট ৪১ হাজার ৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন না। কিন্তু তাঁরা যেন কোনোভাবেই মানসিক দুশ্চিন্তায় না পড়েন, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।