Thank you for trying Sticky AMP!!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাম্বিয়া ও ফিলিপাইনের প্রেসিডেন্টের অভিনন্দন

প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো ও ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র।

শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট অ্যাডামা লিখেছেন, ‘গাম্বিয়ার সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে সাম্প্রতিক নির্বাচনে জয়ী হওয়ায় আপনাকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’ তিনি বলেন, ‘আমি আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য গাম্বিয়া প্রজাতন্ত্রের সরকারের প্রতিশ্রুতি নবায়ন করার এ সুযোগ নিতে চাই।’

প্রেসিডেন্ট অ্যাডামা আরও বলেন, ‘আমি আপনাকে আবারও নিশ্চিত করতে চাই, গাম্বিয়া সরকার গাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে মূল্য দেয়।’

শেখ হাসিনাকে পাঠানো পৃথক চিঠিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র লিখেছেন, ‘ফিলিপাইন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আপনি আবারও নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও উভয় দেশের জনগণের স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করার জন্য আমাদের ইচ্ছা পুনর্ব্যক্ত করছি।’

ফিলিপাইনের প্রেসিডেন্ট এই বলে চিঠি শেষ করেন, ‘আমি আপনার সাফল্য কামনা করি। কারণ, আপনি আপনার দেশকে আরও অব্যাহত উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য জনগণের রায় পেয়েছেন।’

এদিকে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরেন বোগদান-মার্টিন।

শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে মহাসচিব বলেন, ‘আমি এই গুরুত্বপূর্ণ পদে আপনার সাফল্যের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী বছরগুলোতে বাংলাদেশের জনগণের সমৃদ্ধি, ঐক্য, প্রবৃদ্ধি ও প্রতিটি সাফল্য কামনা করছি।’