
শাহ্ সিমেন্ট আবারও অর্জন করল মর্যাদাপূর্ণ বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহ্ সিমেন্টকে এ পদক তুলে দেওয়া হয়। সপ্তমবারের মতো এ সম্মাননা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ডটি।
বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে এনসার্চ লিমিটেড একটি জরিপ পরিচালনা করে। জরিপটি বাংলাদেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে পরিচালিত হয়েছিল। সমান শতাংশের নারী ও পুরুষ নিয়ে মোট ১২ হাজার ৪০০ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
বাংলাদেশের নম্বর ওয়ান সিমেন্ট ব্র্যান্ড হিসেবে শাহ্ সিমেন্ট দীর্ঘদিন ধরে উন্নত মান, নির্ভরযোগ্যতা ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করে আসছে। দেশের অবকাঠামো উন্নয়ন ও অগ্রগতির পথে ব্র্যান্ডটির অবদান উল্লেখযোগ্য।
উল্লেখ্য, সিমেন্ট ক্যাটাগরিতে ঘোষিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের স্বীকৃতি প্রতিবারই পেয়েছে শাহ্ সিমেন্ট। এ অর্জন ব্র্যান্ডটির নেতৃত্বস্থানীয় অবস্থান, গুণগত মানে আপসহীনতা ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
এই স্বীকৃতি দেশের সিমেন্টশিল্পে শাহ্ সিমেন্টের অবস্থানকে আরও দৃঢ় করেছে এবং একটি শক্তিশালী, আধুনিক ও উদ্দীপ্ত বাংলাদেশ গঠনে ব্র্যান্ডটির প্রতিশ্রুতিকে নতুনভাবে তুলে ধরেছে।