Thank you for trying Sticky AMP!!

ঈদে ঢাকা ছেড়েছেন ৫৩ লাখ সিমধারী

ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা

ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে নিজ গ্রাম ও এলাকায় যাচ্ছেন তাঁরা। গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিমধারী ঢাকা ছেড়েছেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, এই তিন দিনে ঢাকায় প্রবেশ করেছেন ১৯ লাখ ৫ হাজার ৯০২ সিমধারী। এসব সিম দেশের চারটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের।

ঢাকা ছেড়ে যাওয়া সিমধারীদের মধ্যে গ্রামীণফোনের ১৭ লাখ ৪০ হাজার ১১৭, রবির ১৪ লাখ ৭৩ হাজার ৭২১, বাংলালিংকের ২০ লাখ ৫৯ হাজার ৮৫৭ ও টেলিটকের ৮১ হাজার ১৩৭ জন।

Also Read: শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

মন্ত্রী জানান, একই সময় গ্রামীণফোনের ৩ লাখ ৮৯ হাজার ২৮৩, রবির ২ লাখ ৫৬ হাজার ৩২, বাংলালিংকের ১২ লাখ ২৯ হাজার ৮২৩ ও টেলিটকের ৩০ হাজার ৭৬৪ জন সিমধারী ঢাকায় এসেছেন।

Also Read: ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর