গণমাধ্যম সম্মিলনে বক্তব্য দিচ্ছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আজ শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে
গণমাধ্যম সম্মিলনে বক্তব্য দিচ্ছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আজ শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে

সাংবাদিকদের ঐক্য জরুরি: মতিউর রহমান

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান গণমাধ্যম সম্মিলনে সাংবাদিকদের ঐক্যকে অপরিহার্য বলে উল্লেখ করেছেন, কারণ যেকোনো বিরোধ ক্ষতিকারক। নোয়াব ও সম্পাদক পরিষদ আয়োজিত এ মিলনকে তিনি বিগত ৫৫ বছরের বড় অগ্রগতি আখ্যা দেন। মতিউর রহমান বলেন, যেকোনো মতাদর্শের হলেও সংবাদপত্র, সাংবাদিকতা ও ব্যক্তিগত নিরাপত্তায় ঐক্য, সমঝোতা ও সংহতি প্রয়োজন। নির্বাচিত সরকার এলেই সব সমস্যার সমাধান হবে না, অতীতেও হয়নি।