কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে গেছেন। পূর্বের পরিকল্পনা অনুযায়ী বুধবার যাওয়ার কথা থাকলেও তিনি মঙ্গলবারই যাত্রা করেন। বৃহস্পতিবার দিল্লিতে সিএসসির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয় এবং দুই দেশের সম্পর্ক নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার আলোচনার সম্ভাবনা রয়েছে।