
চট্টগ্রাম জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় নগরের ফয়’স লেকে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।
নিবন্ধন করা শিক্ষার্থীরা সকাল থেকে উৎসব প্রাঙ্গণে হাজির হয়। উৎসবে অংশ নিতে ১০ হাজার ৭০০ জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী নিবন্ধন করেছে।
আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আবার শুরু হলো জিপিএ-৫ উৎসব।
আয়োজনটিতে সহযোগিতা করছে ফ্রেশ, কনকর্ড, এটিএন বাংলা ও প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। মুন্না দত্ত নগরের সেন্ট প্ল্যাসিডস স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বন্ধুদের সঙ্গে এসেছে নগরের পাথরঘাটা এলাকা থেকে।
মুন্না বলে, উৎসব উপলক্ষে বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে তার। সে ঢাকার একটি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তাই সেখানেই থাকে। অন্যদিকে, তার অনেক বন্ধু ভর্তি হয়েছে চট্টগ্রামের কলেজে। আজ সে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠবে।
মিফতাহুল জান্নাত এসেছে নগরের দামপাড়া এলাকা থেকে। সে জানায়, উৎসবে এসে তার দারুণ লাগছে।
দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স এবং কনকর্ডের পক্ষ থেকে দুপুরের খাবার, ফয়’স লেকে বিনা মূল্যে প্রবেশ টিকিট, রাইডে ওঠার সুযোগসহ অন্যান্য উপহার।
শিক্ষার্থীদের সাফল্যের আনন্দ উদ্যাপন করতে সাংস্কৃতিক পর্বে অভিনয়শিল্পী আরিফিন শুভ, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর এবং জনপ্রিয় ব্যান্ড বে অব বেঙ্গল, তীরন্দাজসহ আরও অনেক শিল্পী উপস্থিত থাকবেন।
জীবনে চলার পথে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উপস্থিত থাকবেন লেখক ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মার্জিয়া খাতান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ বিশিষ্টজনেরা।
সারা দেশে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধনের জন্য লগইন করতে ভিজিট করুন। প্রতিটি জেলার সংবর্ধনার আয়োজনের নির্ধারিত দিনের তিন দিন আগপর্যন্ত নিবন্ধন করা যাবে।