ঘন কুয়াশা: কলকাতা ও ইয়াঙ্গুন ঘুরে ঢাকায় ফিরল ৩ ফ্লাইট

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে তিনটি ফ্লাইট কলকাতা ও মিয়ানমার ঘুরে পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোরে বিমানবন্দরে ব্যাপক কুয়াশা ছিল। কুয়াশার কারণে রানওয়ে ঠিকমতো দেখা যাচ্ছিল না। এর ফলে ঝুঁকি এড়াতে কুয়েত ও সৌদি আরব থেকে আসা দুটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা আরেকটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে পাঠানো হয়। কলকাতা ও ইয়াঙ্গুনে তিনটি ফ্লাইটই নিরাপদে অবতরণ করে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ৯টা নাগাদ ওই তিনটি ফ্লাইট আবার কলকাতা ও ইয়াঙ্গুন থেকে ঢাকায় ফিরে এসেছে। উড়োজাহাজ অবতরণে এমন বিঘ্ন ঘটলেও উড়োজাহাজ উড্ডয়নে কোনো সমস্যা হয়নি বলে তিনি জানিয়েছেন।