শুভ সকাল। আজ ৭ জুলাই, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব’ সহিংসতার ঘটনায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। অন্যায় করে কেউ এলাকায় থাকতে পারবেন না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাঁকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিস্তারিত পড়ুন...
বর্তমানে সবচেয়ে কম যাত্রী নিয়ে চলাচল করা ট্রেনগুলোর একটি ‘বিজয় এক্সপ্রেস’। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর চালুর সময় এটি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করত। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে ট্রেনটির যাত্রার স্থান পরিবর্তন করে জামালপুরে নেওয়া হয়। এতে বেড়ে যায় যাত্রার সময়। কমতে থাকে যাত্রীর সংখ্যা। এখন ট্রেনটি চালিয়ে যে আয় হয়, তা দিয়ে খরচই তোলা যাচ্ছে না। বিস্তারিত পড়ুন...
রাজধানীর খিলক্ষেত থেকে ‘নিখোঁজ’ জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান বাসায় ফিরেছেন। রোববার সকালে তিনি বাসায় ফেরেন। তাঁর পরিবার বলেছে, মুশফিকুর জানিয়েছেন, ভুল করে বাসায় মুঠোফোন রেখে বের হয়েছিলেন। এরপর কুয়াকাটায় ঘুরতে যান। মুঠোফোন না থাকায় যোগাযোগ করতে পারেননি। বিস্তারিত পড়ুন...
কী সুন্দর একটা গোছানো সংসার ছিল আমাদের! বাবা ছিলেন কাঠমিস্ত্রি, কৃষিকাজও করতেন। একবার প্যারাস্যুট সুতা দিয়ে এত সুন্দর একটা সোফা বানিয়েছিলেন, আশপাশের গ্রাম থেকেও লোকে দেখতে এসেছিল। বড় বড় নৌকা বানাতেন। সেগুলো ৫০ হাজার থেকে ১ লাখ টাকায়ও বিক্রি হতো। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামে আমাদের নিজেদের জমি, জায়গা, ভিটাবাড়ি সব ছিল। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। এই অর্জন শুধু একটি ক্রীড়াসাফল্য নয়, এটি একটি জাতীয় গর্ব। একটি সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কিন্তু এই গৌরব উদ্যাপনের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন সংবর্ধনার সময় নির্ধারণ করা হয়েছে আজ রাত আড়াইটায়, রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে।
বিস্তারিত পড়ুন...