কোলাজ প্রথম আলো
কোলাজ প্রথম আলো

উত্তরায় রানওয়ের কাছে ফ্ল্যাট কিনে বিপাকে তারকারা

অভিনেতা মাসুম বাশার ও মিলি বাশার ২০১৯ সালে উত্তরার প্রিয়াংকা রানওয়ে সোসাইটিতে ফ্ল্যাট কেনেন। সিভিল এভিয়েশন জানায়, ভবনটির উচ্চতা বেশি হওয়ায় বিমান চলাচলে ঝুঁকি রয়েছে, তাই ৩৩ ফুট ভাঙতে হবে। এতে মাসুম বাশার, নাবিলা ইসলামসহ অনেক তারকা ক্ষতিগ্রস্ত হবেন। নির্মাতা প্রতিষ্ঠান সিভিল এভিয়েশনের ভুলকে দায়ী করছে। রাজউক বলছে, ক্ষতিপূরণের চেষ্টা করা হবে এবং বিধি লঙ্ঘন করে নির্মিত অংশ ভাঙা হবে।