সেই সেলিম খানকে আত্মসমর্পণ করতে নির্দেশ

লক্ষ্মীপুর মডেল ইউপি চেয়ারম্যান সেলিম খান
ছবি:সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান আগাম জামিন পাননি। ওই মামলায় তাঁকে তিন সপ্তাহের মধ্যে ঢাকার আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সেলিম খানের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১ আগস্ট মামলা করে দুদক। এজাহারে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সেলিম খান যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে অসংগতি পাওয়া গেছে। এই মামলায় আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান সেলিম খান।

আদালতে সেলিম খানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তমিজ উদ্দিন ও খোরশেদ আলম। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফৌজিয়া আক্তার।
পরে আইনজীবী ফৌজিয়া আক্তার প্রথম আলোকে বলেন, হাইকোর্ট সেলিম খানকে আগাম জামিন দেননি। তাঁকে তিন সপ্তাহের মধ্যে ঢাকার মেট্রোপলিটন সেশন কোর্টে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।

চাঁদপুর সদরের ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ডুবোচর থেকে আইনকানুনের তোয়াক্কা না করে বালু তুলেছেন। ফলে পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়েও গত ২ মার্চ প্রথম আলোয় ‘বালুখেকো চেয়ারম্যান তিনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আরও পড়ুন: সেই সেলিম খানের কাছ থেকে রাজস্ব বাবদ অর্থ আদায়ের নির্দেশ