শামীম ওসমান
শামীম ওসমান

দুদকে মামলার অনুমোদন

শামীম ওসমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সাড়ে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৯ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁদের দুই সন্তানের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুদক।

দুদক সূত্রে জানা গেছে, শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর ৯টি ব্যাংক হিসাবে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্য দিকে শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান তাঁর স্বামীর সহায়তায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগ। এ ছাড়া তাঁর ৮টি ব্যাংক হিসাবে ২৪৬ কোটি ৬৮ লাখ ৯১ হাজার ১৩১ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধেও একই ধারায় মামলা অনুমোদন দিয়েছে দুদক।

এ ছাড়া তাঁদের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাঁদের দুজনকে পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করার অনুমোদন দিয়েছে দুদক।