ড. ইউনূসকে নিয়ে ৪০ বিশ্বনেতার চিঠির প্রতি সমর্থন ভাসানী অনুসারী পরিষদের

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে ৪০ বিশ্বনেতার খোলাচিঠিকে পূর্ণ সমর্থন দিয়েছে ভাসানী অনুসারী পরিষদ। সংগঠনটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম ও সদস্যসচিব হাবিবুর রহমান ড. ইউনূসের সম্মানহানি ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন।

ভাসানী অনুসারী পরিষদ বলছে, ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা অশালীন এবং অসম্মানজনক উক্তি করেছেন। সরকার নিছক রাজনৈতিক উদ্দেশ্যে ড. ইউনূসের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

মঙ্গলবার ৪০ জন বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন।

সম্প্রতি ড. ইউনূসের প্রতি সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে ৪০ বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলাচিঠি দেন।  ৪০ বিশ্বনেতার মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে টেড কেনেডি জুনিয়রের মতো ব্যক্তিত্বরা।