সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ
সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ

নতুন হত্যা মামলায় পলকসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

পৃথক হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্‌মেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হকসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন। গ্রেপ্তার দেখানো অপর দুই আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার মো. শহীদুল্লাহ।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পলক, মনিরুল, আবুল হাসান ও শহিদুল্লাহকে আজ সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাঁদের রাখা হয় আদালতের হাজতখানায়। সকাল ১০টার পর তাঁদের হাজতখানা থেকে আদালতে তোলা হয়।

সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ

পরে যাত্রাবাড়ী থানায় করা ফরিদ হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মনিরুলসহ বাকি তিনজনকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত তাঁদের প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। আর গত ২১ এপ্রিল গ্রেপ্তার হন মনিরুল।