পথেই কাটে ওদের শৈশব

হাঁসি–ঠাট্টা, রাগ, দুঃখ—এমন নানা ঘটনার মধ্যেই সড়কে দিন কাটে ওদের। স্কুলে যাওয়ার বয়স হলেও পরিবারের প্রয়োজনে সড়কে ফুল বিক্রি করে এই শিশুরা। ফুল বিক্রিকে কেন্দ্র করে তাদের মধ্যে আছে প্রতিযোগিতা। কখনো কখনো বাগ্‌বিতণ্ডাও হয়। আবার কেউ কেউ সেই ঝগড়া থামানোর চেষ্টায় এগিয়েও আসে। দিনের শেষে যা আয় হয়, তা পরিবারের খরচ মেটাতে কাজে লাগানো হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয় সরণিতে।

ফুল বিক্রির জন্য একই গাড়ির দিকে এগিয়ে গিয়েছিল দুজনই, তা নিয়ে নিজেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা।
ফুল বিক্রির জন্য একই গাড়ির দিকে এগিয়ে গিয়েছিল দুজনই, তা নিয়ে নিজেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা।
একপর্যায় মারামারি শুরু হয়ে যায় দুজনের মধ্যে। তাদের থামাতে এগিয়ে আসে আরেক শিশু।
মারামারি থামার পর একজনকে বুঝিয়ে শান্ত করছে ফুল বিক্রি করা আরেক শিশু।
মারামারি শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আবার ফুল বিক্রির চেষ্টায় নেমে পড়ে শিশুটি।
তখনো মন শান্ত হয়নি অপর শিশুটির।
মারামারি থামানোর পর আবার ফুল নিয়ে গাড়ির জানালার সামনে ছুটে যায় এই শিশু।