সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ইয়াসমীন মুর্শেদ আর নেই। বৃহস্পতিবার রাত ৮টা ৩১ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়ছে।
ইয়াসমীন মুর্শেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। ২০০৬ সালে তিনি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন ওই সরকারে তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
ইয়াসমীন মুর্শেদ বাংলাদেশের ইংরেজি মাধ্যম শিক্ষার পথিকৃৎদের একজন। শুক্রবার (১ আগস্ট) গুলশানের আজাদ মসজিদে জুমার নামাজের পর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ বেলা ২টা ৩০ মিনিটে উত্তরার স্কলাস্টিকার সিনিয়র ক্যাম্পাসে (সেক্টর ১) নেওয়া হবে। সেখানে বিকেল ৪টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।