
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান হাউজ অব বাটারফ্লাই নিয়ে এল বিশ্বখ্যাত কোরিয়ান টেকনোলজির কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড এলজির তিনটি নতুন প্রিমিয়াম সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর।
সম্প্রতি রাজধানীর গুলশান-২-এ হাউজ অব বাটারফ্লাইয়ের শোরুমে আয়োজিত অনুষ্ঠানে রেফ্রিজারেটরগুলো উদ্বোধন করেন হাউস অব বাটারফ্লাইয়ের হেড অব প্রোডাক্ট এ এস এম মুনতাসির চৌধুরী এবং এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড ছন।
এ সময় মুনতাসির চৌধুরী বলেন, ‘এলজির সঙ্গে নতুন এই সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর লাইনআপ দেশের বাজারে আনতে পেরে আমরা খুবই আনন্দিত। প্রিমিয়াম এই ফ্রিজগুলো দেখতে যেমন স্টাইলিশ, ব্যবহারেও তেমনই সুবিধাজনক। আমরা ইতিমধ্যে এই ফ্রিজের প্রি-বুকিং ক্যাম্পেইনে কাস্টমারদের ব্যাপক সাড়া পেয়েছি।’ তিনি বলেন, চলমান ঈদ ক্যাম্পেইন “ঘর সাজবে ঈদ উৎসবে’’-এর আওতায় থাকা নতুন এই লাইনআপেও গ্রাহকেরা পেয়ে যাবেন ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফারের সুযোগ।
জেরাল্ড ছন বলেন, ‘আধুনিক এবং স্মার্ট হোম সলিউশন গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেষ্ট এলজি বাংলাদেশ। নতুন এই সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর লাইনআপ এই প্রচেষ্টারই অংশ।
অনুষ্ঠানে বাটারফ্লাই গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ, ডেপুটি ম্যানেজার (প্রোডাক্ট) বিপুল কুমার দাস, ডেপুটি ম্যানেজার (রিটেইল ম্যানেজমেন্ট) মো. শরীফুল ইসলাম, এলজি বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর হান চাংহো, হোম সলিউশন ও জিটিএম হেড আশিকুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার কাজী ফয়সাল আল আহসান, বিজনেস ম্যানেজার মনোয়ার হোসেনসহ দুটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সঙ্গে নতুন এই রেফ্রিজারেটর লাইনের প্রি-বুকিং ক্যাম্পেইনের প্রথম দুজন গ্রাহকও ওই আয়োজনে অংশ নেন।