সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৬ মে, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার

রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে
ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিস্তারিত পড়ুন...

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে রোববার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা–কর্মী বলে পুলিশের দাবি।
বিস্তারিত পড়ুন...

অর্থনীতিতে কি ‘ম্যাজিক’ শুরু হয়েছে

আওয়ামী লীগের আমলে ‘উন্নয়নের জোয়ার’ কিংবা ‘স্মার্ট বাংলাদেশ’ প্রভৃতি শব্দগুচ্ছের কবলে পড়েছিল দেশের অর্থনীতি। মন্ত্রীরা ও সংবাদমাধ্যমের মানুষেরা এগুলো বুঝে না বুঝেই প্রচার করতেন। সম্প্রতি আরেক ধরনের শব্দজোয়ার লক্ষ করা যাচ্ছে। এগুলোর মধ্যে ‘ইউনূস ম্যাজিক’, ‘নতুন বন্দোবস্ত’ কিংবা ‘সংস্কার’ শব্দগুলো অর্থনীতির বলয়ে প্রাধান্য পাচ্ছে বেশি। বিস্তারিত পড়ুন...

ওয়ানডে র‍্যাঙ্কিং: দশে নেমে গেছে বাংলাদেশ, সর্বশেষ কবে এত বাজে অবস্থা ছিল

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে স্মরণকালের সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ

মাঠে খারাপ করার প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরের আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ নেমে যায় র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে। আজ আইসিসি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করার পর বাংলাদেশ নেমে গেছে দশে! বিস্তারিত পড়ুন...

সরকার যুদ্ধংদেহী হলেও পাকিস্তানের মানুষ কেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ চান না

বৃহস্পতিবার পাকিস্তানের করাচিতে এক বিক্ষোভকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পায়ে দলে প্রতিবাদ জানাচ্ছেন

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাঁজোয়া যানের বহর সীমান্তের দিকে এগিয়ে চলেছে। আকাশে যুদ্ধবিমান ছুটে বেড়াচ্ছে। টেলিভিশনের পর্দায় প্রচারিত হচ্ছে সংঘাতের আশঙ্কা বার্তা। জাতীয় নেতারা যেকোনো সামরিক পদক্ষেপের কড়া জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ। বিস্তারিত পড়ুন...