Thank you for trying Sticky AMP!!

বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও ডলারের দাম বাড়ায় সুফল মিলছে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে। কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। যার জন্য যে সুফল পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি যাচাই করবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকেরা জানতে চান, শিগগিরই সয়াবিন তেলের দাম আরেক দফায় সমন্বয় করা হবে কি না? জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, শিগগিরই তারা (ট্যারিফ কমিশন) বসবে। কারণ, ব্যবসায়ীরা তো একটি দাবি দিয়েছেন, সেটা যৌক্তিক কি না, সে আলোচনা করা হবে। এক সপ্তাহের মধ্যেই ট্যারিফ কমিশন বসবে।