
বাংলাদেশে ইমিগ্রেশন–বিষয়ক পরামর্শসেবার জন্য রায়াদ গ্রুপের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে ভিএফএস গ্লোবাল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘ভিএফএস এডুকেশন, ট্রেড অ্যান্ড মাইগ্রেশন’ (ভিএফএস ইটিএম) সার্ভিসেস। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ–সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এই অংশীদারত্ব বাংলাদেশের সেবাগ্রহীতাদের ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারে খুব সহজে ইমিগ্রেশন–বিষয়ক সার্বিক পরামর্শসেবা গ্রহণ সহজলভ্য করবে। ভিএফএস ইটিএম এবং রায়াদ গ্রুপ সম্মিলিতভাবে উচ্চমানের অভিবাসন পরামর্শসেবা প্রদানের একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ প্রতিষ্ঠা করবে।
এই কেন্দ্রটি সর্বশেষ অগ্রগতিসম্পন্ন জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের সেরা আইনি দক্ষতার সঙ্গে সংযুক্ত করবে, যা সংশ্লিষ্ট ব্যক্তি জটিল অভিবাসনের প্রক্রিয়াগুলোকে সহজে বুঝতে পারবেন এবং ক্রমবর্ধমান অভিবাসন নিয়মগুলো মেনে চলতে সক্ষম হবেন।
এ প্রসঙ্গে ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ইয়ামি তালওয়ার বলেন, ‘রায়াদ গ্রুপের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের গ্রাহকদের ব্যতিক্রমী সেবা প্রদানের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।’
রায়াদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব বলেন, ‘আমরা এই অংশীদারত্বের কৌশলগত গুরুত্বকে স্বীকৃতি দিই, বিশেষ করে মার্কিন গ্রিন কার্ডধারীদের জন্য পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে।’