সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ মে, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কুষ্টিয়া থেকে আটক সেই ব্যক্তি আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরে যৌথ বাহিনী অভিযানে আটক হওয়া সেই ব্যক্তি দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। তাঁর সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদসহ আটজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র। বিস্তারিত পড়ুন...

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল

সুপ্রিম কোর্ট

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারুলের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। বিস্তারিত পড়ুন...

৫৪ বছরে বাংলাদেশ ভারতকে কী সুবিধা দিয়েছে, কতটা পেয়েছে

১৯৭৫ সালে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার পর ফারাক্কা বাঁধসহ নানা বিষয় নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল। এরশাদ আমলে অবশ্য সম্পর্কের মধ্যে উত্থান-পতন ছিল কম। দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে আবারও ব্যাপক আলোচনা শুরু হয় ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। এ সময় দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ধরনের অগ্রগতি দেখা দেয়। ক্ষমতা আঁকড়ে ধরার ক্ষেত্রে রাজনৈতিক সমর্থনও পেয়েছিল আওয়ামী লীগ সরকার। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আবার টানাপোড়েন দেখা দিয়েছে। বিস্তারিত পড়ুন...

কোটার জন্য এত প্রাণহানি, এরপরও কেন ঢাবিতে এই কোটা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়েছিল প্রায় এক বছর আগে। সে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে

প্রায় এক বছর আগে কোটা বাতিলের আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই আন্দোলনে নাকাল হয়ে ক্ষমতাচ্যুত হতে হয়েছে শেখ হাসিনা সরকারকে। প্রাণহানি হয়েছে অনেক, অথচ সেই কোটার অভিশাপ ফিরতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? বিস্তারিত পড়ুন...

বয়সে ২৪ বছরের বড় ব্রিজিতের সঙ্গে মাখোঁর বিয়ের পেছনের সত্যিকার গল্প কী

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ (ডানে) ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁ। ভিয়েতনামে এক রাষ্ট্রীয় নৈশভোজে, ২৬ মে ২০২৫

ব্রিজিত মাখোঁর চেয়ে বয়সে ২৪ বছর বড়। তাঁদের প্রথম দেখা হয় ফ্রান্সের আমিয়েঁ শহরের একটি বেসরকারি কলেজে, যেখানে ব্রিজিত ছিলেন ফরাসি ভাষার শিক্ষক আর মাখোঁ ছিলেন ছাত্র। তখন ব্রিজিত শহরের অভিজাত এলাকায় থাকতেন। তাঁর পরিবার ঐতিহ্যবাহী মিষ্টির ব্যবসার জন্য পরিচিত ছিল। তিনি তখন বিবাহিত ছিলেন, স্বামী ছিলেন নামকরা ব্যাংকার আন্দ্রে-লুই ওজিয়ের। বিস্তারিত পড়ুন...