কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের বাসিন্দা নাসিমা আক্তার (৫৫) ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজে ভুগছেন। গত বছরের এপ্রিলে তাঁর এই রোগ শনাক্ত হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তাঁর হৃদ্যন্ত্রের ভাল্ভ প্রতিস্থাপন করতে হবে।
নাসিমা আক্তার গৃহিণী। তাঁর স্বামী পক্ষাঘাতগ্রস্ত। তাঁর দুই সন্তানের ছোটজন বিশেষ চাহিদাসম্পন্ন। পরিবারের একমাত্র কর্মক্ষম তাঁর জ্যেষ্ঠ সন্তানের পক্ষে চিকিৎসাব্যয় বহন করা দুঃসাধ্য প্রায়। তাই সমাজের সহৃদয়বান ব্যক্তিদের প্রতি নাসিমার পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তাঁর ছেলে নাঈমুল আলম।
নাসিমা আক্তারকে সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাবের নাম: নাঈমুল আলম, ব্যাংক হিসাব নম্বর-১০৫১০৩০৫৬৭১৬১, ডাচ্-বাংলা ব্যাংক, মতিঝিল শাখা, ঢাকা। সাহায্য পাঠাতে পারবেন মুঠোফোন নম্বরেও ০১৭৪৭৫৫০২০২ (বিকাশ/নগদ/রকেট নম্বর)।